নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০২২

হামলা-কারচুপির অভিযোগে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল হকের উপর বর্বরোচিত হামলা ও ভোটকারচুপি করে তাকে পরাজিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রবিবার (৯ জানুয়ারি) নান্দাইল ইউনিয়নের রসুলপুর মুক্তবাজার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল হক লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ভোটকারচুপির মাধ্যমে তাকে জোরপূর্বক পরাজিত করানো হয়েছে।

১নং দাতারাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ও ৫নং সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয় এ দুটি কেন্দ্রে ভোট কারচুপির বিষয় তাৎক্ষনিকভাবে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ প্রশাসনের নিকট দ্বারস্থ হলেও তারা কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় জোর করে নৌকার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।

ভোটগণনায় কারচুপির বিষয়ে প্রতিবাদ করতে গেলে আনারস প্রার্থী সমর্থকরা তার উপর বর্বরোচিত হামলা চালালে তিনি দৌড়ে প্রাণে বেচেঁ যান। এছাড়া নৌকার প্রার্থীর ৫/৬টি মোটর সাইকেল ভাঙচুর করে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেন কাজলের লোকজন।

নৌকার প্রার্থী আনোয়ারুল হক আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নৌকার পক্ষে কাজ না করে গোপনে ও প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে। তারপরও বঙ্গবন্ধুর নৌকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা তথা আমার নৌকা প্রতীককে ভালোবেসে জনগণ আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়েছিলেন। আমার নৌকার বিজয় সুনিশ্চিত ছিল বিধায় উক্ত ২টি কেন্দ্রের পুনঃগণনার দাবিসহ আমার উপর বর্বরোচিত হামলা ও নৌকার বিরোধীতাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, এলাকাবাসী ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নান্দাইল,নৌকার প্রার্থী,হামলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close