reporterঅনলাইন ডেস্ক
  ১৩ অক্টোবর, ২০২১

পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

প্রতীকী ছবি

রংপুরের পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রাধাবল্লভ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুকুল মিয়া(৩৮) ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সাতদরগা দাখিল মাদ্রাসা কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়ির পাশের পুকুরে বৈদ্যুতিক পাম্প লাগিয়েছিলেন মুকুল মিয়া। বুধবার বিকেলে পাম্পটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য খুলতে যান তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে যান মুকুল মিয়া।

পরে তাকে পুকুরে ভাসতে দেখে বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পীরগাছা,বিদ্যুৎস্পৃষ্টে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close