শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০২১

সখেও কিনেন অনেকে

পদ্মার মাছে জমজমাট বালাশুরের সান্ধ্য হাট

ছবি : প্রতিদিনের সংবাদ

শ্রীনগর উপজেলার বালাশুর চৌরাস্তার মোড়ে প্রতিদিন সন্ধ্যার পরই জমে উঠে মাছের হাট। পদ্মা নদীর টাটকা ইলিশ, চিংড়ি, রুই, কাতল, আইড়, বোয়াল, রিঠা, তাঁরা বাইন, বালিয়া ও আড়িয়াল বিলের ডাঙ্গার গজার, শোল, কৈ, শিং, মাগুরসহ ছোট বড় নানা প্রজাতির তাজা ও ফরমালিনমুক্ত মাছের পসরা সাজিয়ে বসেন জেলেরা।

স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত এখানে মাছ বিকিকিনি চলে। দূর-দূরান্ত থেকে হাজারো ক্রেতার সমাগমে জমে উঠে বালাশুর মাছের হাটটি। এখানে প্রায় ২০ থেকে ৩০ জন জেলে স্থায়ীভাবে মাছ নিয়ে বসেন। এছাড়াও পদ্মা নদী ও আড়িয়াল বিল এলাকার প্রায় শতাধিক নিম্নআয়ের মৎস্যজীবী বালাশুর আসেন মাছ বিক্রি করতে। তারা সাধারণ ক্রেতাদের কাছে মাছ বিক্রি করেন। প্রতি রাতে কয়েক লাখ টাকার মাছ বেচা-কেনা হচ্ছে এখানে।

সরেজমিন দেখা যায়, ঢাকা-শ্রীনগর-দোহার আন্তঃসড়কের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ও ভাগ্যকুল দুই ইউনিয়নের সীমানাবর্তী স্থানের বালাশুর চৌরাস্তা সড়কের উত্তর পাশে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমে উঠে বাজারটি। ওই এলাকার পদ্মা নদী ও আড়িয়াল বিলের দেশি জাতের বিভিন্ন প্রজাতির মাছের মেলায় পরিণত হয়েছে হাটটি।

জানা যায়, প্রতিদিন সন্ধ্যার পরপরই এখানে বিভিন্ন স্থান থেকে মৎস্যজীবিরা ভেজালমুক্ত ও তাজা মাছ আনতে শুরু করেন এখানে। ছোট বড় এসব দেশি মাছ কিনতে হাজারো ক্রেতার আগমন ঘটে। দেখা গেছে, সড়কের পাশে এসব মাছ পথচারীর দৃষ্টি আক্রর্ষণ করছে। গাড়ি থামিয়েই অনেকে পছন্দের মাছ কিনে বাড়ি ফিরছেন।

কয়েকজন ক্রেতা জানান, বালাশুর মাছের হাটে পদ্মার মাছের আমদানি বেশি। এছাড়াও আড়িয়াল বিলের ডাঙ্গার মাছও এখানে পাওয়া যাচ্ছে। মাছের দাম তুলনামূলক একটু কম হওয়ায় তারা বালাশুর মাছের হাটে প্রায়ই আসেন।

মাছ ব্যবসায়ীরা বলেন, স্থানীয় মাছের আড়তগুলো থেকে তারা মাছ সংগ্রহ করেন। এছাড়াও পদ্মা নদী ও আড়িয়াল বিল এলাকার মৎস্যজীবীদের কাছ থেকে তাজা মাছ সংগ্রহ করেন। আন্যান্য হাট-বাজারের তুলনায় বালাশুর হাটে কম দামে মাছ বিক্রি করেন তারা। সন্ধ্যার পরে পছন্দের মাছ কিনতে মানুষের ভিড় জমে এখানে।

ঐতিহ্যবাহী বালাশুর চৌরাস্তার হাটটি বিভিন্ন প্রকার মাছের জন্য ক্রেতাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। দূর-দূরান্ত থেকেও প্রতিদিন অসংখ্য ক্রেতার আগমন হচ্ছে বালাশুরের এই হাটে।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদ্মা নদী,আড়িয়াল বিল,বালাশুর,সান্ধ্যহাট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close