চট্টগ্রাম ব্যুরো

  ২২ জানুয়ারি, ২০২১

চট্টগ্রামে নির্বাচনী সংঘাত : ৬ বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ‘বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী’ বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার দুপুরে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন, আলমগীর হোসেন (৩৫), মো. আজিজ (২৬), এসএম তারেকুর রহমান রাকিব (২২), মনির হোসেন (৩৫), জিয়াউদ্দিন বাবলু (২৬) ও রাশেদুজ্জামান (৩৩)।

বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান, কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের কেউ চট্টগ্রাম নগরের বাসিন্দা নয়। কারও বাড়ি কক্সবাজারে, আবার কারও বাড়ি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়। এসব ভাড়াটে সন্ত্রাসীদের নির্বাচনী সংঘাত সৃষ্টির কাজে ব্যবহার করা হয়েছিল।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,নির্বাচনী সংঘাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close