reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০২০

বিট পুলিশিং সমাবেশে নারী নির্যাতন বন্ধের অঙ্গীকার

‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ ‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’- শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সমাবেশ। প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : সমাবেশে বিভিন্ন বিট এলাকার দুই হাজার নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।

চুয়াডাঙ্গা : বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার নীলার মোড় ২নং বিট পুলিশ আয়োজিত সমাবেশে সদর থানার ওসি আবু জিহাদ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

সুনামগঞ্জ : জেলার ৯৭টি বিট পুলিশিং এলাকায় সভা ও সমাবেশ হয়েছে। প্রতিটি সমাবেশে নারী, পুরুষ, জন প্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেন। এসব সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন বিট কর্মকর্তা এস আই মো.কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝালকাঠি : ৫০টি বিটে একযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, কাঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মাহামুদ হাসান রিপন প্রমুখ।

ঝিনাইদহ : অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, সদর থানার ওসি মিজানুর রহমান, জোহান ড্রীম ভ্যালী পার্কের স্বত্তাধীকারী মোয়াজ্জেম হোসেন ও মসজিদের ইমাম, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ সমাবেশে অংশ নেয়।

নবাবগঞ্জ (ঢাকা) : ১৪টি ইউনিয়নে পৃথক সভা করেন নবাবগঞ্জ থানা পুলিশ। উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে কলাকোপা ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. জালালউদ্দীন, প্রবির কুমার সাহা, স্বপন কুমার সরকার, উত্তম কুমার রায় প্রমুখ।

ধামরাই (ঢাকা) : সকালে ধামরাই সরকারী হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল মো. শাহিদুল ইসলাম, পৌর মেয়র গোলাম কবির মোল্লা, ধামরাই সরকারি বিশ^বিদ্যালয় কলেজের অধ্যাপক শামীমা আক্তার প্রমুখ।

তানোর (রাজশাহী) : সকালে তানোর থানা চত্বরে অনুষ্ঠিত নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বৃকীতি প্রামাণিক। তানোর থানার ওসি রাকিবুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর পৌরসভা টিবিএম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অসীম কুমার সরকার, মুকুল ঘোষ, সুনীল চন্দ্র দাস, বিশ্বজিত চৌধুরী প্রমুখ।

বেলকুচি (সিরাজগঞ্জ) : থানা চত্বরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ হয়। ওসি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরল ইসলাম সাজেদুল, সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির, পৌর মেয়র আশানুর বিশ্বাস প্রমুখ।

বাঘা (রাজশাহী) : ইউএনও শাহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু এবং প্রধান বক্তা ছিলেন রাখেন উপজেলা

পলাশবাড়ী (গাইবান্ধা) : ১২ পয়েন্টে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর প্রশাসক আবু বকর প্রধান, ওসি তদন্ত মতিউর রহমান প্রমুখ।

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : ১৩ ইউনিয়নে সমাবেশ হয়। সোনারং টঙ্গীবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদের সভাপতিত্বে সোনারং-টঙ্গীবাড়ী বিট পুলিশিং এর সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, ইউএনও হাসিনা আক্তার, নাসিমা আক্তার, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি প্রমুখ।

আমতলী (বরগুনা) : সকাল ১০ টায় পৌরসভার ১ নং বিটের সভা পৌর কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম তালুকদার জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম, মো. মজিবুর রহমান, আমতলী থানার এস আই মো. মহিউদ্দিন, আনোয়ার হোসেন খান, মো, হুমায়ুন কবির প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) : ওসি শফিকুল ইসলাস সম্রাটের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউএনও মুন মুন জাহান লিজা। অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। প্রধান বক্তা পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

ভালুকা (ময়মনসিংহ) : পৌরসভা বিট পুলিশের আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন ওসি মোহাম্মদ মাইন উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম প্রমুখ।

ভাঙ্গুড়া (পাবনা) : অনুষ্ঠানে বক্তব্য দেন এএসপি (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন, উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ, পৌর মেয়র গোলাহ হাসনাইন রাসেল, ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান, মো. লোকমান হোসেন প্রমুখ।

বিরামপুর (দিনাজপুর) : ১০টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ওসি মনিরুজ্জামানের সভাপতিত্বে এর উদ্বোধন করেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার।

ক্ষেতলাল (জয়পুরহাট) : সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, সাবেক চেয়ারম্যান রওনকুল ইসলাম চৌধুরী টিপু, ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্র নাথ মন্ডল, পৌর প্যানেল মেয়র জুলফিকার আলী চৌধুরী প্রমুখ।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : ওসি এএফএম নাসিম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি প্রমুখ।

সিংগাইর (মানিকগঞ্জ) : পৌরসভা গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ.লীগের আহবায়ক নাজমা আলমগীর, আহবায়ক কমিটির সদস্য ইমু সুলতানা বক্তব্য প্রমুখ।

ধর্মপাশা(সুনামগঞ্জ) : উপজেলার ১০টি ইউনিয়নে গতকাল শনিবার একযোগে নারী নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তেন বিট পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ, আবুল কাশেম, ইমাম নূরুন্নবী হাসান প্রমুখ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : ১০টায় ১৮টি বিট পুলিশিং ইউনিটে একযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তারাপুর ইউনিয়নের পুঁটিমারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় সমাবেশে উপপরিদর্শক মো. আবুল কালাম, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন সভাপতি ও তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক শাহাজাহান মিয়া বক্তব্য রাখেন।

মোংলা (বাগেরহাট) : এসএম কবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, পৌর আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম প্রমুখ।

দোহার (ঢাকা) : সকালে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন। এতে তাদের সাথে সংহতি প্রকাশ করেছে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও দোহার- নবাবগঞ্জের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। জগন্নাথপুর (সুনামগঞ্জ): এএসপি মাহমুদুল হাসান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন এসআই ফিরোজ মিয়া, অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, হাজী মো. সুন্দর আলী, মজলুল হক, ডা. মো. ছদরুল ইসলাম প্রমুখ।

ফুলগাজী (ফেনী) : মুন্সীরহাট ইউনিয়নে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ভিপি নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসআই রাশেদুল ইসলাম, এ এস এম সঞ্জয় ভট্টাচার্য, কাজী গিয়াস উদ্দিন, মাষ্টার মিজানুর রহমান, হুমায়ুন মেম্বার প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর ) : সমাবেশে বক্তব্য রাখেন শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উজ্জল মিয়া, আনোয়ার হোসেন, আব্দুল জব্বার, মাজম হোসেন প্রমুখ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : থানা চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওসি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, মো. আছলম ইকবাল মিলন, এস এম আজাদুর রহমান, বিলকিস বেগম, পৌর মেয়র মো. জুয়েল আহমেদ প্রমুখ।

পটুয়াখালী : সকাল ১০টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ মইনুল ইসলাম পিপিএম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সারোয়ার, পটুয়াখালী সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা আকতার, মেয়র প্রতিনিধি পৌর কাউন্সিল দেলোয়ার হোসেন আকন।

নীলফামারী : সকাল ১০টায় ৭৪ টি বিট এলাকায় একযোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এই সেবার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশে প্রতিটি বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় : পৌরসভা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পুলিশ সুপার মো. ইউসুফ আলী। পৌর মেয়র তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন।

কাউখালী (পিরোজপুর) : সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট একেএম আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, সুনিল কুন্ড, মৃদুল আহম্মেদ সুমন, সিকদার মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) : উপজেলা পরিষদ মিলনায়তনে ওসি মিজানুর রহমানের সভাপতিত্বে ও এসআই আব্দুস সালাম-এর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউএনও এসএম জাকির হোসেন, সহকারী পুলিশ সুপার (আদমদিঘী সার্কেল) কেএইচ এম এরশাদ, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, মেয়র জাহাঙ্গীর আলম, পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক তৌহিদুল মহলদার, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল মহলদার আমিন, ছাত্রীদের পক্ষে সাবিহা তাবাছুম, প্রমা চৌধুরী প্রমুখ।

শিবালয় (মানিকগঞ্জ) : উপজেলার উথলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওসি ফিরোজ কবীর, এসআই শাহজালাল, এসআই কামরুজ্জামান, উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন দাস, শিক্ষক রফিকুল ইসলাম এডিসন, মেম্বার জাহিদুল ইসলাম, আব্দুল মান্নান, আশ্রাফুল ইসলাম গিয়াস, রোকন উদ্দিন রিপন, আলিমুল আওয়াল প্রমুখ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : সকাল ১০ টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেকের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক অবিনাশ আচার্য, কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক কাজী আসমা আক্তার, কাউন্সিলর ছাদ উদ্দিন প্রমুখ।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : উপজেলার চারটি ইউনিয়নে পৃথকভাবে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উপজেলা চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, ওসি রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব, জামতৈল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন শেখ, ঝাঐল ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডু, রায়দৌলতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান (বিডিআর) প্রমুখ বক্তব্য রাখেন।

কয়রা (খুলনা) : বেলা ১১ টায় এ উপলক্ষে র‌্যালী শেষে মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন। বক্তব্য রাখেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, কয়রা থানার বিট পুলিশিং অফিসার এসআই কিশোর কুমার দত্ত, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, প্রভাষক আনিসুজ্জামান, এসআই ইব্রাহিম হোসেন, এএসআই মো. আবু সুফিয়ান, ইউপি সদস্য ললিতা বর্মন, শিক্ষার্থী সিমা আক্তার, ফতিমা বিনতে আনিস মেঘলা প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তে পটুয়াখালী জেলা পুলিশের সহায়তায় ও মির্জাগঞ্জ থানার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন জুয়েল বেপারী, ইউএনও মো. সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা মো. ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল সিকদার প্রমুখ।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) : রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আ.স.ম আব্দুল্লাহ ওয়ালিদ মাসুমের সভাপতিত্বে এবং শিক্ষক আমিনুর ইসলামের সঞ্চালণায় প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত ওসি পলাশ চন্দ্র মন্ডল। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা বেগম অনন্যা, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সরকার, বিট অফিসার এসআই তাজেদার আলম ফারুকী, প্রভাষক সোলায়মান আলী, শিক্ষক ফজলার রহমান বিপ্লব, মৎস্যচাষি রাজন প্রমুখ।

নাঙ্গলকোট (কুমিল্লা) : উপজেলার আদ্রা উত্তর ইউপি আ.লীগ সভাপতি এডভোকেট আব্দুর রহমান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান বাবুল মেম্বার, মাস্টার সাইফুল ইসলাম, আব্দুল ওয়াহেদ প্রমুখ।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারী নির্যাতন,বন্ধে,অঙ্গীকার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close