মো. দুলাল মিয়া, নাঙ্গলকোট(কুমিল্লা)

  ১৫ জুলাই, ২০২০

নাঙ্গলকোটে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

কুমিল্লা নাঙ্গলকোটে কিনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে উপজেলার ঢালুয়া ইউপির কিনারায় এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেনা আক্তার বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের কারণে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তারই অংশ হিসেবে আমাদের বিদ্যালয়ও বন্ধ রয়েছে। তিনি প্রয়োজনীয় কাগজ পত্রের জন্য গত ২১ মে বিদ্যালয়ে যান। এরপর থেকে তিনি আর বিদ্যালয়ে যাননি। মঙ্গলবার রাতে বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ দুলাল তাকে ফোন করে বলেন বিদ্যালয়ের সকল সিলিং ফ্যান চুরি হয়ে গেছে। খবরটি শুনার পর বুধবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখি ৫টি শ্রেণি কক্ষের ২১টি সিলিং ফ্যান চুরি হয়। তবে কখন চুরি হয়েছে তা সঠিকভাবে বলতে পারছি না। ঘটনাটি উপজেলা নির্বাহী ও শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। পাশাপাশি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।'

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র বিশ্বাস বলেন, চুরি হওয়ার খবরটি শুনার পর থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার জন্য বলি।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাঙ্গলকোট,চুরি,প্রাথমিক বিদ্যালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close