reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০২০

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার পর পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

তবে ফেরি বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে কয়েকশ যানবাহন।

এর আগে বুধবার সকাল পৌনে ৭টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার সহকারী ঘাট ব্যবস্থাপক মাহবুব হোসেন জানান, ঘন কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

তিনি আরো জানান, ফেরি বন্ধ থাকায় আড়াই শতাধিক ট্রাক সিরিয়ালে রয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দৌলতদিয়া-পাটুরিয়ায়,ফেরি চলাচল বন্ধ,ঘন কুয়াশা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close