reporterঅনলাইন ডেস্ক
  ১২ জুলাই, ২০১৯

রাজশাহীতে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় ২৮ ঘণ্টার প্রচেষ্টায় রাজশাহীর চারঘাট উপজেলার দীঘলকান্দি এলাকায় লাইনচ্যুত তেলবাহী ৮টি ওয়াগন উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ঘটনাস্থলে লণ্ডভণ্ড হয়ে যাওয়া রেললাইন পুনঃনির্মাণের কাজও সম্পন্ন হয়েছে।

ফলে বুধবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার রাত ১১টায় রাজশাহীতে পৌঁছে। এদিকে ওই ট্রেনটি বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় আন্তনগর পদ্মা এক্সপ্রেস নামে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করেছে। ট্রেনটি বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল।

অন্যদিকে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত আড়াইটায় রাজশাহী পৌঁছে। ট্রেনটি রাত সাড়ে ৩টার দিকে ঢাকার উদ্দেশে রাজশাহী ছাড়ে। রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খোন্দকার শহীদুল ইসলাম জানান, বুধবার রাতভর বৃষ্টির কারণে লাইনচ্যুত তেলবাহী ওয়াগন উদ্ধার কাজ ব্যাহত হয়। এছাড়া রেললাইনের পাশেই রয়েছে ডোবা। এ কারণে জায়গা সংকুলান হচ্ছিল না। তবে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের দিনভর অক্লান্ত পরিশ্রমের কারণে দীর্ঘ সময় পরে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তেলবাহী ওয়াগন,ট্রেন চলাচল,রাজশাহী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close