reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মে, ২০১৯

সাগর পথে মালয়েশিয়া পাচারকালে ৬৭ রোহিঙ্গা উদ্ধার

অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী ও শিশুসহ ৬৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোরে কক্সবাজারের পেকুয়া উপজেলা উজানটিয়া করিমদাদ মিয়ার ঘাট এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে নারী, শিশু সহ ৬৭ জন রোহিঙ্গাকে আটক করে। এ সময় কয়েকজন রোহিঙ্গা পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানায় তারা।

পেকুয়া থানার এসআই সুমন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোরে নারী-শিশুসহ ৪৫ জন রোহিঙ্গাকে বোটে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে আটক করেছি। তবে এ সময় কোনো দালাল বা বোট জব্দ করা সম্ভব হয়নি।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভুঁইয়া বলেন, দালালের বিরোদ্ধে মানবপাচার মামলা হবে এবং ৩১ নারী ১৩শিশুসহ আটককৃত ৬৭ রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোহিঙ্গা,পেকুয়া,রোহিঙ্গা উদ্ধার,সাগরপথ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close