ঝালকাঠি প্রতিনিধি

  ৩০ ডিসেম্বর, ২০১৮

ঝালকাঠিতে আমু-হারুন জয়ী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বজলুল হক হারুন (নৌকা) ১ লাখ ৩১ হাজার ৫২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (ধানের শীষ) পেয়েছেন ৬ হাজার ১৫১ ভোট।

অপরদিকে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (নৌকা) ২ লাখ ১৪ হাজার ৯৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের (হাতপাখা) সৈয়দ মুফতি মো. ফয়জুল করীম পেয়েছেন ৯ হাজার ৮১২ ভোট। এ আসনে বিএনপির প্রার্থী জীবা আমিনা খান ৫ হাজার ৯৮২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

স্থানীয় সূত্রে এসব ফলাফল পাওয়া গেছে। তবে ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল এখনও ঘোষণা করা হয়নি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝালকাঠি,আমির হোসেন আমু,বজলুল হক হারুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close