নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৪ ডিসেম্বর, ২০১৮

আ.লীগের নির্বাচনী ক্যাম্প ভাংচুরের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের একটি নির্বাচনী ক্যাম্প ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযুক্ত করে তাদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শুক্রবার সকাল ১০ টায় রূপসী কাঞ্চন সড়কে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা।

ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন মোল্লার অভিযোগ, বৃহস্পতিবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটার জেলেপাড়া এলাকার একটি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে স্থানীয় বিএনপির কর্মীরা। এ সময় বাজারের পাহারাদার এগিয়ে এলে তাকে হত্যার হুমকি দেয়া হয়। ক্যাম্পে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, টেলিভিশন ও আসবাবপত্র ভাংচুর করে বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক বলেন, ক্যাম্প ভাংচুর ও হামলার বিষয়টি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রূপগঞ্জ,আ.লীগ,ভাংচুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close