গাজীপুর প্রতিনিধি

  ০৬ নভেম্বর, ২০১৮

গাজীপুরে ২৫ টন পলিথিন জব্দ

পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার জানান, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সকাল ১০টা থেকে সিটি কর্পোরেশনের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওইসব এলাকায় ৬টি গুদাম থেকে প্রায় ২৫ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

অভিযানের সময় তিনিসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,পলিথিন,জব্দ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close