চট্টগ্রাম ব্যুরো

  ০১ নভেম্বর, ২০১৮

ছাত্রলীগ নেতা মামুন হত্যা : ২ আসামি কুমিল্লায় গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুনুর রশিদ হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে কুমিল্লার মুরাদনগর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আলী আজগর (২০) ও আশেক (২২)।

চট্টগ্রাম নগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম জানান, মামুন হত্যার এজাহারনামীয় দুই আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গ্রেফতার হওয়া মামুন হত্যার মূলহোতা ওমর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, আজগর ও আশেক হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

এর আগে গত ১ অক্টোবর হত্যায় জড়িত এজাহারনামীয় আসামি ওমরকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকায় তার খালার বাসা থেকে গ্রেফতার করা হয়। ওমর পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রসঙ্গত, এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্যের জেরে ছাত্রলীগ নেতা মামুনুর রশিদকে গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় তার বাড়ির অদূরে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ সময় তার ডানপাশের হাতটি উপড়ে ফেলা হয়। ঘটনার সময় মামুনের সঙ্গে থাকা আরেক ছাত্রলীগ নেতা আজিজ গুরুতর আহত হলেও প্রাণে রক্ষা পান।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মামুন,হত্যা,আসামি,কুমিল্লা,গ্রেফতার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close