লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

উন্নয়নের জোয়ারে ভেসে গেছে বিএনপি : কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের জোয়ারে বিএনপি ভেসে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বিকেল ৩টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় চুনতি মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের রোল মডেল হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রনায়করা শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ। শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে ভেসে গেছে বিএনপি।

তিনি আরো বলেন, দেশবাসী শেখ হাসিনার পাশে রয়েছে। অথচ, শেখ হাসিনা বিরোধীরা ঢাকায় বসে নানা ষড়যন্ত্র করছে। সরকার বিরোধীরা তথাকথিত জাতীয় ঐক্যের নামে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। জাতীয় ঐক্য প্রক্রিয়ার কাঁধে ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি। আমেরিকার একটি সংস্থার জরিপে ৬৬ শতাংশ জনপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে কিসের ঐক্য? এসব তথাকথিত ঐক্য দেশবাসী মেনে নেবে না। আওয়ামী লীগ ছাড়া কোন জাতীয় ঐক্য হতে পারে না। ঐক্য হতে হবে অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ে।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব ও লোহাগাড়ার সন্তান মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসি। স্থানীয় চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. আবদুল মতিন খসরু এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-হানিফ এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস ছবুর, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দীন আহমদ, স্থানীয় সাংসদ আবু রেজা মো. নেজামুদ্দীন নদভী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম। সুধী সমাবেশের আগে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসির মরহুম পিতার নামে নির্মিত ২০ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে সাড়ে ১০ কিমি দীর্ঘ ইছহাক মিয়া সড়কের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

পিডিএসও/এআই/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,উন্নয়নের জোয়ার,ওবায়দুল কাদের
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close