পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর, ২০১৮

‘আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না’

স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সামনের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং তা শেখ হাসিনার অধীনেই। তবে ২০১৪ সালের নির্বাচনের মত এবার আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না। আমরা চাই বিএনপি নির্বাচনী খেলার মাঠে আসুক। তবে তারা ফাউল করলে লালকার্ড দিয়ে বের করে দেয়া হবে।’

শনিবার বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা হাইস্কুল মাঠে ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘আগামী নির্বাচনে নৌকায় ভোট দিলে দেশের চলমান উন্নয়ন অব্যাহত থাকবে। আর নৌকায় ভোট না দিলে এদেশ হবে জঙ্গীর দেশ, খুনিদের দেশ, লোডশেডিংয়ের দেশ।’

তিনি বলেন, ‘দেশে আবার ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র চলছে। সে সময়ে তারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে আটক করেছিল। আমাদের নেতা- কর্মীদের উপর নিপীড়ন চালানো হয়েছিল। এবার সে অপচেষ্টা চললে ষড়যন্ত্রকারীদের কালোহাত ভেঙে দেয়া হবে।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাম্যবাদী দলের সভাপতি, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি এসকে সিনহা, রাকসুর সাবেক ভিপি নূরুল ইসলাম ঠান্টু, স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী- পিএসসি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, মোহাম্মদ নাসিম পত্মী লায়লা আরজুমান্দ বানু নাসিম প্রমুখ।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সোনাতলা গ্রামে ‘মরহুম খোরশেদ আলম ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, সিভিল সার্জন তাহাজ্জ্বল হোসেন, সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক প্রমুখ।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আওয়ামী লীগ,খালি মাঠে,গোল,স্বাস্থ্যমন্ত্রী,মোহাম্মদ নাসিম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close