বান্দরবান প্রতিনিধি

  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

বান্দরবানে শিক্ষার্থীদের লাল ও হলুদ কার্ড প্রদর্শন

‘মাদক ইভটিজিং ও বাল্য বিয়েকে লাল কার্ড, সত্যবাদিতা মানবতা ও দেশপ্রেমকে হলুদ কার্ড’ এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে মাদক প্রতিরোধ বিষয়ক শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বান্দরবান ডনবক্স উচ্চ বিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। ডনবক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিলবার বক্স মৃদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেল প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের লাল ও হলুদ কার্ড দেখিয়ে শপথ গ্রহন করান ও মাদকের বিরুদ্ধে রুখে দাড়ানোর পরামর্শ দেন।

পিডিএসও/ এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বান্দরবান,শিক্ষার্থী,লাল ও হলুদ কার্ড,প্রদর্শন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close