প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০২৩

১৮ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

ছবি : সংগৃহীত

আজ ১৮ জানুয়ারি। এই দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, তৈরি হয়েছে ইতিহাস। সেই ইতিহাস জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার। ইতিহাস :

১৮৬২ : বঙ্গীয় আইন পরিষদ গঠন।

১৯১৯ : প্রথম বিশ্বযুদ্ধ- ফ্রান্সের ভার্সাই নগরীতে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৩৮ : সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন।

১৯৪৮ : হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ হওয়ায় গান্ধীর ১২১ ঘণ্টার অনশনের অবসান।

২০০৬ : সংযুক্ত আবর আমিরাতে প্রথম কোনো নির্বাচন হয়।

জন্ম :

১৯১৭ : আজিজুর রহমান, বাংলাদেশী কবি এবং গীতিকার।

১৯৩৫ : মমতাজউদ্দীন আহমেদ, বাংলাদেশি নাট্যকার ও অভিনেতা।

১৯৪৫ : মোনাজাত উদ্দিন, একুশে পদক বিজয়ী বাংলাদেশী সাংবাদিক।

১৯৫৪ : পার্থ প্রতিম মজুমদার, প্রখ্যাত মূকাভিনয় শিল্পী।

মৃত্যু :

১৯৫১ : যতীন্দ্রমোহন রায়, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।

১৯৮৩ : মীরা দত্তগুপ্ত,ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও জননেত্রী।

১৯৯২ : রাজনীতিক ও আইনজীবী হামিদুল হক চৌধুরী।

২০১৮ : চন্ডী লাহিড়ী, প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও কার্টুনিস্ট।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতিহাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close