নিজস্ব প্রতিবেদক

  ১১ সেপ্টেম্বর, ২০১৯

বিয়ের মৌসুম ধরতে কমলো সোনার দাম

সব ধরনের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। বিয়ের মৌসুমে ক্রেতাদের বাজারমুখী করতে এই পদক্ষেপ বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

মঙ্গলবার স্থানীয় বাজারে সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। ঘোষণা অনুযায়ী, আজ বুধবার থেকে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৫৬ হাজার ৮৬২ টাকায় বিক্রি হবে।

প্রায় তিন মাস পর কমলো সোনার দাম। এর আগে ১৭ জুন সোনার দাম কমিয়েছিলেন ব্যবসায়ীরা। সে সময় ২২ ক্যারেট সোনার দর ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৫০ হাজার ১৫৫ টাকায় নামিয়ে আনা হয়েছিল।

সোনার দর কমানো প্রসঙ্গে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমপার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দর কমতির দিকে। তিন দিন আগে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দর ছিল ১ হাজার ৫৪০ ডলার। মঙ্গলবার তা ১ হাজার ৫০০ ডলারে নেমে এসেছে।

তিনি বলেন, কয়েক দফা সোনার দর বাড়ানোর ফলে ক্রেতারা বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। বিক্রি একেবারেই কমে গিয়েছিল। সামনে বিয়ের মৌসুম। এই মৌসুমেই সবচেয়ে বেশি সোনা বিক্রি হয়। বিয়ের মৌসুমে ক্রেতাদের বাজারমুখি করতেই সোনার দাম কমানো হয়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কিছুটা হ্রাস পাওয়ায় দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্যও হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাজারেও সোনার দাম কমানো হয়েছে। আজ বুধবার থেকে নতুন দর কার্যকর হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাজুস,সোনার দাম,বাংলাদেশ জুয়েলার্স সমিতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close