নিজস্ব প্রতিবেদক

  ২৬ জুলাই, ২০১৭

আগারগাঁওয়ে চলে যাচ্ছে আইএমএফ

বাংলাদেশ ব্যাংক ভবন থেকে সরিয়ে আগারগাঁওয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয়। এতদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভবনের পঞ্চম তলায় তাদের অফিস ছিল। জানা গেছে, নিজেদের প্রয়োজনেই আইএমএফ বাংলাদেশ ব্যাংক ভবন থেকে তাদের কার্যালয় সরিয়ে আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ভবনে স্থানান্তর করেছে।

আইএমএফের ঢাকার আবাসিক প্রতিনিধি স্টেলা কেন্দেরা গত ২০ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে তাদের বর্তমান অবস্থান ‘আাগারগাঁওয়ের প্লট-ই, ৩২, শের-ই-বাংলা নগর, (তৃতীয় তলা) ঢাকা-১২০৭’ উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া ওই চিঠি অর্থ মন্ত্রণালয়, ইআরডি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বাংলাদেশে কর্মরত সব বিদেশি মিশনকে জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আইএমএফ বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করে। অনেক দিন বাংলাদেশে বিশ্বব্যাংকের নিজস্ব কোনো ভবন ছিল না। দীর্ঘদিন রাজধানীর পরীবাগে ভাড়া বাড়িতে তাদের অফিস ছিল। এখন শের-ই-বাংলা নগরে এখন বিশ্বব্যাংকের নিজস্ব ভবন হয়েছে। আইএমএফের অনেক আগেই বিশ্বব্যাংকের অফিসে চলে যাওয়া উচিত ছিল। কেন্দ্রীয় ব্যাংক একটি স্পর্শকাতর জায়গা। সেখান থেকে অফিস সরিয়ে নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে আইএমএফ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist