নিজস্ব প্রতিবেদক

  ১৮ জুন, ২০১৭

এটিএম ভোগান্তি বন্ধ চান গ্রাহকরা

ঈদ যত এগিয়ে আসছে এটিএম বুথগুলোয় টাকার চাহিদাও তত বাড়ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রতি বছরই ঈদের সময় বেশির ভাগ এটিএম বুথই অর্থশূন্য থাকে। সাধারণ ঈদের কয়েক দিন আগে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীবাসীর জন্য টাকা তোলার ক্ষেত্রে এটিএম বুথই ভরসা। কেনাকাটার পাশাপাশি, দানধ্যান, উপহার প্রদানসহ অন্যান্য প্রয়োজনে ঈদের সময় টাকার চাহিদাও বেশি থাকে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, যে কদিন ব্যাংক বন্ধ থাকে সে কদিন এটিএম বুথগুলোয়ও টাকা থাকে না। এ অবস্থায় বিপাকে পড়েন অনেক গ্রাহকই। তাই ব্যাংকগুলোর প্রতি এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার দাবি গ্রাহকদের।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন তারা।

রাজধানীর অন্যতম বৃহৎ ও অভিজাত বিপণী বিতান বসুন্ধরা সিটি শপিং মলে ঈদের কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী হাসান শাহরিয়ার অভিযোগ করে বলেন, আমি গত বছর পরিবার নিয়ে কেনাকাটা করতে এসে খুব বাজে পরিস্থিতিতে পড়েছিলাম। কোনো ব্যাংকের বুথে টাকা ছিলো না।

তিনি আরও বলেন, প্রতি বছর ব্যাংকগুলো আমাদের থেকে ৩০০ থেকে ৬০০ টাকা এটিএম এর চার্জ বাবদ কেটে নেয়। কিন্তু আমাদের প্রয়োজনের সময় যদি সার্ভিস না পাই তাহলে, এটিএম বুথের দরকার কি?

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, শুধু ঈদের সময়ই নয়, যখনই ব্যাংক বন্ধ থাকবে, তখনই যেন যথাযথ নিরাপত্তার সঙ্গে বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখা হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছি। এছাড়া ব্যাংকগুলো এ নির্দেশনা মানছে কিনা এটা পরিদর্শনের জন্য একটা মনিটরিং টিমও কাজ করছে। তিনি আরও বলেন, যেহেতু ঈদ উপলক্ষে একটা লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে, শনিবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা রাখা যায় কিনা সে বিষয়টাও আমরা খতিয়ে দেখছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist