reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০২৪

ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাবের আলোচনা সভা

ব্যাংকারদের সংগঠন ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’-এর উদ্যোগে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় ব্যাংক ও ব্যাংকারদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা গত শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আন্তঃব্যাংক দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের মুখপত্র ‘দি ব্যাংকার্স মিরর’-এর মোড়ক উন্মোচন করা হয়। সংগঠনের সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ, সংগঠনের যুগ্ম সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম খন্দকার, কোষাধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য মো. মুকিতুল কবীর প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close