নিজস্ব প্রতিবেদক

  ১৬ মার্চ, ২০২৩

চুনাপাথর আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার

চুনাপাথর আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর ক্ষমতাবলে এ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে গত বছরের ১৭ নভেম্বর চুনাপাথর আমদানিতে ৩০ শতাংশ করে সম্পূরক শুল্ক আরোপ করে এনবিআর। সিমেন্টসহ কয়েকটি শিল্পের অন্যতম কাঁচামাল চুনাপাথর। চট্টগ্রাম কাস্টম হাউস গত ১৭ নভেম্বর থেকে চুনাপাথরের এইচএস কোড পরিবর্তন করে ৩০ শতাংশ সম্পূরক শুল্ক ও ৫ শতাংশ অগ্রিম আয়কর ধার্য করে বলে জানায় বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন (বিসিএমএ)। এর আগে এ কাঁচামাল আমাদানিতে কোনো সম্পূরক শুল্ক দেওয়া লাগত না। সম্পূরক শুল্ক প্রত্যাহারের সুবিধা পেতে হলে আমদানিকারককে বেশকিছু শর্ত মানতে হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, চুনাপাথর আমদানিকারকের ইন্ডাস্ট্রিয়াল আইআরসি থাকতে হবে। এছাড়া ভ্যাটের যাবতীয় নিয়মকানুন প্রতিপালন ও নিয়মিত দাখিলপত্র জমা দিতে হবে। আগের মাসের ভ্যাট রিটার্ন দাখিল করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। এছাড়া বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা), বাংলাদেশ হাই-টেক পার্কে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, যাদের শিল্প ভোক্তা আইআরসি নেওয়ার বাধ্যবাধকতা নেই, তারাও এ শুল্ক ছাড়ের সুযোগ নিতে পারবে।

এনবিআরের ট্যারিফ শিডিউল অনুযায়ী, চুনাপাথর আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক, ৩০ শতাংশ সম্পূরক শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ অগ্রিম করসহ সব মিলিয়ে করভার রয়েছে ৬৮ দশমিক ৮০ শতাংশ। এর মানে হলো ১০০ টাকার চুনাপাথর আমদানি করলে প্রায় ৬৯ টাকা শুল্ককর দিতে হয়। সম্পূরক শুল্ক উঠিয়ে দেওয়ায় এ করভার কমবে। এখন থেকে ১০০ টাকার চুনাপাথর আমদানি করলে ৩৩ টাকার মতো শুল্ককর দিতে হবে। এ বিষয়ে বিসিএমএর নির্বাহী পরিচালক শংকর কুমার রায় বলেন, আমরাও দেখেছি প্রজ্ঞাপনটি। তবে এ প্রজ্ঞাপনের আওতায় এখনো কোনো পণ্য খালাস হয়নি। পণ্য খালাস শুরু হলে এর কার্যকারিতা বোঝা যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close