নিজস্ব প্রতিবেদক

  ০৮ আগস্ট, ২০১৯

রফতানির লক্ষ্যমাত্রা ৫৪ বিলিয়ন ডলার

২০১৯-২০ অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা ৫৪ বিলিয়ন (৫ হাজার ৪০০ কোটি) মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পণ্য রফতানিতে ৪৫ দশমিক ৫০ বিলিয়ন ও সেবা রফতানিরতে ৮ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া পণ্যে রফতানির প্রবৃদ্ধি ধরা হয়েছে ১২ দশমিক ২৫ শতাংশ, আর সেবায় ৩৪ দশমিক ১০ শতাংশ। ২০১৮-২০১৯ অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে ২০১৯-২০ অর্থবছরে ১০ বিলিয়ন মার্কিন ডলার বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৯-২০২০ অর্থবছরের রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলাম এ তথ্য জানান। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) তপন কান্তি ঘোষ, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান প্রমুখ।

মফিজুল ইসলাম বলেন, এ বছর ৫৪ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গত বছর পণ্য ও সেবা খাতে রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। সেখানে পণ্য রফতানিতে ছিল ৩৯ বিলিয়ন ও সেবা রফতানিতে ৫ বিলিয়ন ডলার। তবে গত অর্থবছরে রফতানি হয়েছে ৪৬ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে আমরা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার বেশি অর্জন করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close