বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০১৯

‘বিনিয়োগে কর্মসংস্থান হয় দেশ এগিয়ে যায়’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, এবারের বাজেট বিনিয়োগ ও ব্যবসাবান্ধব। দেশে বিনিয়োগ আকর্ষণ করতে শুল্কহার সমন্বয় করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বাড়ানো ও কোনো কোনো ক্ষেত্রে কমানো হয়েছে। বিনিয়োগে কর্ম সংস্থানের হয়, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে দুদেশের বাণিজ্য সহজীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাণিজ্য সহজ হলে উভয় দেশের ব্যবসায়ীদের সুবিধা হবে। জনগণের সুবিধা হবে। আমদানি-রফতানিকারকরা যদি সঠিকভাবে রাজস্ব প্রদান করেন তাহলে রাজস্ব ঘাটতি হবে না। পরস্পর সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করে রাজস্ব বৃদ্ধি করতে হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে, আগামীতে আরো হবে। বেনাপোল কাস্টম হাউজের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ড সর্বাত্মক সহযোগিতা করে যাবে।

দেশের সকল বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার কথাও জানান এনবিআর এর চেয়ারম্যান। তিনি গতকাল বোরবার বিকালে বেনাপোল কাস্টম হাউজ ক্লাবে স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআইএমএসটিইসি এর মহাসচিব মো: শহীদুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নিরীক্ষা আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) খন্দকার আমিনুর রহমান, বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারন সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন, সহ সভাপতি আলহাজ¦ নুরুজ্জামান, যুগ্ম কমিশনার মহসিন মিলন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close