নিজস্ব প্রতিবেদক

  ০৭ মার্চ, ২০১৯

ঢাকায় মোটর শো শুরু ১৪ মার্চ

সেমস গ্লোবালের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘১৪তম ঢাকা মোটর শো-২০১৯, ‘পঞ্চম ঢাকা বাইক শো-২০১৯’, ‘চতুর্থ ঢাকা অটোপার্টস শো-২০১৯’ এবং ‘তৃতীয় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো-২০১৯’। আগামী ১৪ থেকে ১৬ মার্চ বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (বিআইসিসি) তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেমস বাংলাদেশের প্রেসিডেন্ট এবং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মোটর শো বাংলাদেশের অটোমোটিভ শিল্পের একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী। এ প্রদর্শনী নতুন যানবাহন ও দ্রুত বর্ধনশীল অটোমোটিভ বাজার বৃদ্ধির জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম এবং বাংলাদেশে অটো শিল্পের ব্যবসার জন্য গত ১৩ বছর ধরে এক নতুন মাইলফলক হিসেবে কাজ করে যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close