নিজস্ব প্রতিবেদক

  ০৬ ফেব্রুয়ারি, ২০১৯

‘ভেজাল পানির কারখানার বিরুদ্ধে কঠোর হবে সরকার’

মানহীন ও ভেজাল খাবার পানি বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল শিল্প মন্ত্রণালয়ে ‘পিওর ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সমন্বয় কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে অনুমোদনহীন ও নিম্নমানের খাবার পানির কারখানার সন্ধান পেতে এ খাতের ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। বৈঠকে মন্ত্রী বলেন, অচিরেই মানহীন বোতলজাত ও বড় জারের পানি বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতারা মন্ত্রীকে জানান, লাইসেন্সবিহীন ও এলাকাভিত্তিক অবৈধ দখলদার পানি বিক্রেতাদের কারণে বাজারে মানসম্মত পানির ব্যবসা চ্যালেঞ্জের মুখে। কম দামে নিম্নমানের পানিতে বাজার সয়লাব হওয়ার কারণে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও উদ্বেগ প্রকাশ করেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close