নিজস্ব প্রতিবেদক

  ১২ জুন, ২০১৮

পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নে প্রণোদনার প্রস্তাব

প্রস্তাবিত বাজেটে শিল্পায়ন ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অঞ্চলগুলোর উন্নয়নে বিশেষ প্রণোদনা রাখা উচিত বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। সংগঠনিটি বলছে, ঢাকা ও সিলেট বিভাগের তুলনায় রংপুর বিভাগের দারিদ্র্যের হার তিনগুণ বৃদ্ধি পেয়েছে। দেশে শিল্পায়ন ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রংপুর ও রাজশাহী বিভাগের জেলা ও উপজেলাগুলোর উন্নয়নের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া উচিত। প্রয়োজনে নতুন করে জেলা বাজেট প্রণয়ন করার দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল জাতীয় বাজেট ২০১৮-১৯ এর ওপর এক প্রতিক্রিয়ায় এ প্রস্তাব জানানো হয়। রাজধানীর তেজগাঁওয়ের রানার গ্রুপ ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস প্রেসিডেন্ট মো. ওমর সাফায়াত কাউছার ও হুমায়ুন রশিদ, পরিচালক ড. আবদুল মজিদ, এম এস সিদ্দিকী, সৈয়দ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ আলী দ্বীন প্রমুখ।

লিখিত বক্তৃতায় আইবিএফবি চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ক্রমাগতভাবে বাজেটের আকার বাড়ছে। তবে দেশের অর্থনীতি ও জনগণের তুলনায় বাজেটের আকার আরো বাড়ানো সম্ভব। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতসহ উন্নত দেশে ৯০ থেকে শতভাগ বাজেট বাস্তবায়ন হয়। কিন্তু আমাদের দেশের বাজেট বাস্তবায়নের সক্ষমতা আশাব্যঞ্জক নয়। তাই বাজেট বাস্তবায়ন জরুরি বলে জানান তিনি। তিনি আরো বলেন, প্রস্তাবিত বাজেটে অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯০৪ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৯ হাজ?ার ৬৯৯ কোটি টাকা। অর্থাৎ বাজেটের মোট ৬১ শতাংশ অর্থই চলে যাবে বেতন, ঋণের সুদ আর ভর্তুকিতে। আর বিনিয়োগের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে ৩৮ শতাংশ। বাজেটে মধ্যবিত্তদের ওপর করের বোঝা বাড়ানো হয়েছে উল্লেখ করে হাফিজুর রহমান বলেন, প্রত্যক্ষ করের তুলনায় পরোক্ষ করের হার বেশি আদায়ের লক্ষ্য রাখা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist