নিজস্ব প্রতিবেদক

  ০৭ মার্চ, ২০১৮

কমিশন বাড়ানোর দাবি ওএমএস ডিলারদের

ওএমএসে চাল বিক্রি খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের খোলাবাজারে সিদ্ধ চাল ও আটা বিক্রির দ্বিতীয় দিনেও ডিলারদের অসন্তোষ দেখা গেছে। চাল আরো এক মেট্রিক টন বেশি দেওয়া এবং কমিশন বাড়ানোর দাবি করেছেন তারা। বর্তমানে চালে দেড় টাকা এবং আটায় এক টাকা কমিশন দিচ্ছে খাদ্য মন্ত্রণালয়।

ওএমএস ডিলার সমিতির সভাপতি আলমগীর সৈকত বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের এই কর্মসূচিতে আমদের লোকসান হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ওএমএসের চাল-আটা বিক্রি করলে কমিশন পাই কেজিতে সাড়ে চার টাকা।

গতকাল মঙ্গলবার রাজধানী ও এর আশপাশে ১২২ জন ডিলার ট্রাক সেলে বিক্রির জন্য চালান সংগ্রহ করেন। তবে রাজধানীর পান্থপথ ও আবদুল গণি রোডসহ বেশ কয়েকটি জায়গায় সকাল ১০টার দিকে ট্রাক পাওয়া যায়নি। বেলা সাড়ে ১১টায় হাতিরপুল-কাঁঠালবাগান এলাকার ট্রাক সেলে রোদের মধ্যেও চাল কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। নির্ধারিত সময়ের পর শুরু করলেও সাড়ে ১১টার মধ্যেই চাল কিনেছেন ৯০ জন। আটা কিনেছেন ৪৫ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist