তারুণ্য ডেস্ক

  ১০ মে, ২০১৭

তারুণ্যের বিজয়গাথা

তারুণ্যকে কে না পছন্দ করে? তারুণ্যের জয়গান বিশ্বময়। তারুণ্যের মেধা ও শক্তি প্রখর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘তরুণের অভিযান’ কবিতা পাঠের মাধ্যমে জানা যায়, তারুণ্য সম্পর্কে কবির ভাবনা। একটি দেশের জনগণ নিঃসন্দেহে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে তারুণ্যের স্বপ্ন বা ভাবনাগুলো যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। এ চিন্তনগুলোকে সহজে উপেক্ষা করা যায় না। কেননা তরুণরাই তো সমাজ তথা রাষ্ট্রের প্রাণ। তাদের গঠনমূলক চিন্তাভাবনা বা কর্মকা-েই রচিত হতে পারে আগামীর সমৃদ্ধ রাষ্ট্র। আবার তাদের নেতিবাচক কর্মকা-ের ফলে অনেক অর্জন অর্থহীন হয়ে যেতে পারে। একুশের বইমেলায় যে তরুণের প্রথম বই প্রকাশ পেল, এটি কিন্তু তার স্বপ্নের সফল বাস্তবায়ন। বাংলাদেশের মুসা ইব্রাহীম প্রথম এভারেস্টশৃঙ্গ বিজয়ী হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছেন এবং তিনি তার একটি স্বপ্ন পূরণ করেছেন। তারুণ্যের মাঝে স্বপ্ন জাগরূক থাকে। তারুণ্যের ঐকান্তিক চেষ্টায় স্বপ্নগুলো পাপড়ি মেলতে শুরু করে। তাই তরুণ সমাজকে বেশি বেশি স্বপ্ন দেখতে হবে।

আসলে স্বপ্ন না দেখলে স্বপ্নের বাস্তবায়ন হয় না। প্রকৃতপক্ষে তারুণ্যের স্বপ্নগুলো সহজে বৃথা যায় না। একটি স্বপ্নের বাস্তবায়ন না হলে অন্য একটি স্বপ্নের বাস্তবায়ন হয়। তাই তরুণদের কোনো কাজে নিরাশ হলে চলবে না। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ সাবিরুল ইসলাম যেন এক স্বপ্নের ফেরিওয়ালা। তরুণদের তিনি স্বপ্ন দেখাতে ভালোবাসেন। তরুণদের তিনি স্বপ্ন দেখান। স্বপ্ন, আশা-আকাক্সক্ষা নিয়েই তো তারুণ্য। ক্রিকেটে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার। তারুণ্যে ভরা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজ বিশ্ব ক্রিকেটে সফল হওয়ার মিশনে ব্যস্ত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যে একদিন বিশ্বকাপ ছিনিয়ে আনবে, এ প্রত্যাশা সহজেই অনুমেয়। কেননা তারুণ্যের মাঝেই আছে সাফল্যের হাতছানি। কারোটা প্রকাশ পায় কারোটা পায় না। যাদের প্রকাশ পায়, তারাই বিখ্যাত হয়ে ওঠে। তারুণ্যের দ্বারাই সম্ভব জরাজীর্ণ পঙ্কিল পথ পরিষ্কার করে সব ক্ষেত্রে একটি সুন্দর আবহ তৈরি করা। নিজ দেশের জন্য কল্যাণকর কিছু করতে পারা সত্যি গর্বের বিষয়। দেশ ও জনগণের কথা ভেবে আজ অনেক তরুণ দীপ্ত কণ্ঠে শপথ নিচ্ছে-প্রতিদিন একটি করে সে ভালো কাজ করবে, কোনোদিন সে মাদক সেবন করবে না, দেশের অর্থনীতিতে অবদান রাখবে, শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দেবে, প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কাজ করবে না ইত্যাদি। যত ভালো কাজ তারুণ্যের পক্ষেই সম্ভব। এখানেই তো তারুণ্যের বিজয়গাথা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist