অনলাইন ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৪
আইরিন আনাম
কথা ছিল
কথা ছিল ঘোর বৃষ্টি হবে...
মেঘের গা ঘেঁষে যেটুকু আলো থাকে
সেখানে জন্মাবে বুকের ইপ্সিত রেণু
রঙধনু তার নাম।
কথা ছিল এ বর্ষায় প্লাবন হবে...
যেটুকু জীর্ণ দুঃখ বুকের জমিনে
অযুত ব্যথার ঘা হয়ে জেগে থাকে
ধুয়ে যাবে তার সবটুকু।
যেটুকু পলি বয়ে যাবে
তাতে জন্ম নেবে সবুজ কলাই।
এমনও কথা ছিল...
তুমি যদি সূর্যের কাছ থেকে রোদ এনে দিতে
বর্ষার ক্রন্দন আর প্লাবনের ব্যথা
সৌম্য সকালে শিশিরে শোভা পেত।
কত কথাই তো থাকে হায়...
ডোবা জলে ডুবে ডুবে সবটুকু তার
উচ্ছিষ্ট পাটের কাঠির মতো উদোম শুকায়।
একদিন- অবিশ্বাসের কঠিন আগুনে
হৃদয়ের উনুনে পুড়ে হয় ছাই।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন