অনলাইন ডেস্ক
০৬ ডিসেম্বর, ২০২৪
মাহফুজ রিপন
খোয়াব
চোখ খুললেই ভবন দেখি
সবুজ দেখি না, নদী দেখি না
জল দেখি না, পাহাড় দেখি না।
কত কাল মাটিতে পা রাখি না
দূর্বা ঘাসে পা পড়ে না
জলকাদায় পড়ে না
বালুতে পা পড়ে না!
মনপাখিটা অতিক্রম করে-
বৃহত ম্যাগালো সিটি।
সে ভিজতে চায় আষাঢ়ে দেওয়ায়
ফিরে পেতে চায় আরগ্য নিকেতন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন