reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২৪

কবিতা : আমিনুল ইসলাম সেলিম

পলায়ন

নিজের গল্পের পাশ কাটিয়ে অন্যদের দিকে তাকাই

অন্যরা মুখ টিপে হাসে

অন্যরা ঈশারাচর্চা করে

আমাকে গল্পচোর ভেবে তারা লুটিয়ে পড়ে হাস্যছলনায়

হতাশাক্লান্ত হয়ে প্রকৃতির মগ্নতাকে পড়ি

রপ্ত করি পাতাদের একান্নবর্তী আত্মবিশ্বাস

সেখানে আনন্দবৃক্ষ

সেখানে ফুলের সমাবেশ

ঘন হয়ে আসা চাপা হাওয়ার কোরাসে

বেজে ওঠে মানুষের মুক ব্যথাগুলো

অন্যদের টেপামুখ আর ঈশারাকে অন্ধকার-আয়নায়

ছুঁড়ে মারি, দেখি-

ছবি হয়ে ভেসে ওঠে বিষাদের কত গল্প!

খাবিখাওয়া জীবনের বাঁকে বাঁকে কত কত ভুল!

গোপন আয়না ভেঙে ভুল ও বিষাদ থেকে সবাই পালায়...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close