অনলাইন ডেস্ক
০৬ ডিসেম্বর, ২০২৪
মুজাহীদুল ইসলাম নাজিম
হেমন্তের ভোরে
সময়ের বিষাক্ত দাঁতে কেটে যায় জীবন
যেন এক পুরোনো মলিন উপন্যাস
সময় রূপবতী যেন অলৌকিক নারী
কে জানে কখন কী করে খায় কাকে,
নায়ক তো সময়ের অগ্রগামী সৈনিক
তবু কী বিস্ময় নায়িকার নখে ঝুলে থাকে নির্বাক!
হেমন্তের ভোরে যে বালিকা মালা গাঁথে
প্রিয়জন উল্লাসে যে থাকে স্বপ্নতীর্থে-
তাকেও দেখেছি দুপুর গড়িয়ে পড়ার আগেই
ভয়ার্ত রাতের ছবি আঁকে, ভুলে যায় প্রেম।
আমাদের জীবন শেষাবধি অনিশ্চিত ভবিষ্যৎ
অনিশ্চিত দিনের আগমনে প্রতিদিন প্রকম্পিত-
তবুও এ জীবন স্বপ্ন দেখে সুন্দরের।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন