অনলাইন ডেস্ক
০৬ ডিসেম্বর, ২০২৪
সাইখ আল তমাল
রক্তের ঋণ
শহরে বেড়েছে জলপাই রঙয়ের আনাগোনা
ভেসে গেছে সব নীল-বিষাদের গল্প,
শূন্য করিডোরে সরব নীরবতা-
অন্বেষণের পাতায় শুধু কাঙ্ক্ষিত স্মৃতি
জুলাইয়ের রক্তে মুছে যাওয়া বর্ণমালা।
ঘুমাতে চায় না আমার চোখ-
জানলার ফাঁক গলে পড়ে জোছনা,
উষ্ণ কথোপকথনের ইতি অবেলায়;
বেলা শেষের পথনাটকের চরিত্রে
মহাকাব্যের পরিশেষ,
চুরি হয়ে গেছে সদিচ্ছায় বুনা স্বপ্ন।
বদলে যাওয়া স্লোগানে খুঁজি পুরোনো সুর-
কথা ছিল একসাথে যাব বহুদূর,
রাত পেরোনো সকালের ঋণ;
কাঁধে চেপেছে, বইবে চিরদিন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন