reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মার্চ, ২০২৪

ফারজানা আহমেদ

বিলাসী অবসর

নীলচে বেলোয়ারীর অবিরাম টুংটাং,

বিলাসী জোছনার অবগাহনে মত্ত,

একমুঠো সবুজ অভিজাত প্রহর।

যেন সহস্র আলোকবর্ষ পেরিয়ে,

এমন একটি ক্ষণে তোমায় ছুঁয়েছি।

কত বিদঘুটে কাকতাড়ুয়ার চোখে,

অশান্ত অথচ নির্বাক স্বপ্ন দেখেছি।

চঞ্চল কূপমণ্ডূকের মতো,

হঠাৎই সব থেমেছে, বর্ষার শেষে।

তবু আমি দমিনি,

কর্কশ, খণ্ডিত প্রহরগুলোকে,

সুনিপুণ হাতে সুঁচে জুড়েছি,

অবসরের প্রিয় ঝিলিমিলি সুতোয়।

মাছেরাও হয়তো স্বপ্ন বোনে,

সময়ের ক্ষিপ্রতায় তা হয়তো হারায়,

সাগর থেকে মহাসাগরে।

তবু আমার মখমলী বিমূর্ত ক্যানভাসে,

তুমি হতে পারো সেখানে রাজা,

কিংবা কৌতূহলী পটভূমি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close