reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মার্চ, ২০২৪

আমিনুল ইসলাম

নদীমাতৃক ভালোবাসা

আমি জলের দেশের লোক; তোমাকে না পাওয়ার চেয়ে

তোমার পাড়বাঁধা জীবন আমাকে পীড়া দেয় বেশি।

তুমি ইছামতী হলে হয়তো-বা ভেসে যাবে আমার

পাড়বাঁধা তৃপ্ত দুপুর, চঞ্চল বিকেল, বেড়া দেওয়া রাত;

তবু চাই তুমি আলতাদিঘির পাড় ভেঙে শ্রাবণের

করতোয়া হয়ে ওঠো! আর দ্যাখো, জলের আদালত

রায় নিয়ে হাস্যমুখ নদী-নদী ভালোবাসার অনুকূলে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close