reporterঅনলাইন ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি, ২০২৪

রেজাউদ্দিন স্টালিন

বিচূর্ণ অবয়ব

সময় ভেঙে গেছে আর্তনাদের আঘাতে

তা বিচূর্ণ আয়নার অবয়ব

বিচূর্ণ খণ্ড থেকে প্রতিফলিত মরুভূমির হাহাকার

কোনো দ্রাক্ষাকুঞ্জ নেই

ক্যাকটাসের কোলাহল

দূরের উপত্যকাও পানিশূন্য

সূর্যের শক্তি নেই আলো দেয়

কেউ কারো নাম জানে না

শুধু শনাক্ত করছে শবদেহ

কেউ জানে না তার জন্মভূমি

কোন দায়ে দণ্ডিত

উপত্যকার গোলাপ সবচে উজ্জ্বল

আর শিশুরা সুন্দর গোলাপের চেয়ে

কিন্তু সব উপত্যকা এখন ভস্মাধার

ক্ষুধা আর তৃষ্ণায় মোড়ানো সব দৃষ্টি

মাতা মেরির বুকেও দুধ নেই

কাঁটা দিয়ে ঘেরা তার স্তনযুগ

পৃথিবীর সব ক্ষুধার্ত শিশু

পৃথিবীর সব সন্তান হারা মা

পৃথিবীর সব শহীদ ভাই

পৃথিবীর সব নির্যাতিত বোনের

একটা দেশ ফিলিস্তিন

বিচূর্ণ আয়নায় রক্তাক্ত শিশুর মুখ

কিন্তু শিশুটি মাতৃগর্ভে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close