reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি, ২০২৪

দুই কবির ৪ কবিতা

মাহী ফ্লোরা

কে হায়

স্পর্শ নাই

তবে খুব ছুঁইয়া থাকা ছিল।

কয়েক হাজার বাক্যে বেদ হইয়া যাইতেও পারে

আমার তো এত কথা নাই

তবু কই থাইকা আসে এত চইলা যাইবার ভ্রম।

নাকি এই ভ্রম দিন-রাত সত্য।

নাকি এ ভ্রমণ কেবলই চায় বুক ব্যথার গল্প!

ব্যথা হয়।

হৃদয়কাতর হইয়া আসে।

যখন শেষবার বললা, কে হায়,

হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে।

***

মাঘ মাসে

উত্থান আর পতনের মাঝে

জানো কোনো মুখ উন্মুখ থাকে

প্রশ্নের পর প্রশ্নরা আসে

অবজ্ঞা আর খিলখিল হাসে

‘মাহী ভালো আছ?’

শিশির হয়েছে মেঘেদের নাম

নেমেছে মাটিতে যেন মাঘ মাসে!

জীবন জেনেছে অমøমধুর

কিছু যায় কিছু দুঃস্বপ্ন আসে।

মাহী ফ্লোরা : কবি ও গল্পকার। জন্ম ১৯৮৭ সালের ২৯ ডিসেম্বর। থাকেন রাজশাহীতে।

বই ৭টি।

***

ফরিদুল ইসলাম নির্জন

বিরহ বিলাপ

অ্যাসিড দগ্ধ বোনের ঝলসানো মুখের মতো

হৃদয় পুড়ছে অগ্নিগিরির উত্তাপে;

মনের খাঁচায় বন্দি পাখির আর্তনাদে

সুখ পাখিরা ছুটছে দ্রুত স্বার্থ নীড়ে।

মানবজমিনে চাষাবাদে ফসল কুড়ে কুড়ে

খাচ্ছে হরেক রকম কীট!

যৌবনের উত্তপ্ততা থেমে গেছে মোমের মতোই

সব আবেগ বিলীন; পরিণত হয়েছে এলিয়েনে।

নৈঃশব্দ্যের আহজারিতে অশ্রুবিন্দু

যেন অথই সমুদ্র;

ফিরে দেখা স্বপ্নগুলো মরীচিকায় মিলিয়ে

যাচ্ছে কুয়াশার চাদরে।

নির্ঘুম রাত কাটিয়ে মগজ ও মননে

শিরোনাম হয়ে ভাসছে বিরহ বিলাপ।

***

বদমায়েশ জোছনা

ভরা পূর্ণিমায়, নগ্ন রজনীতে নৈঃশব্দ্য পথঘাট

গুটিকয়েক মানবের আনাগোনা,

ল্যাম্পপোস্টের আলোর কিছুটা দূরে

এক ষোড়শীর আর্তনাদের প্রতিধ্বনি

কম্পিত হচ্ছে চতুর্দিক, শোনার কেউ নেই,

দেখার কেউ নেই!

চেয়ে আছে পলকহীনভাবে, খিলখিল করে হাসছে জোছনা।

শয়তান জোছনা, বদমায়েশ জোছনা

একটি মেয়ের ধর্ষণ আর সে কি না...

ফরিদুল ইসলাম নির্জন : কথাসাহিত্যিক ও সংগঠক।

জন্ম ১৯৮৭ সালের ১০ অক্টোবর। থাকেন ঢাকায়।

বই পাঁচটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close