reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জানুয়ারি, ২০২৪

অনিল সেন

দুর্গতি নাশিনী

ট্রেন ধরব বলে দাঁড়িয়ে আছি

রংপুর রেলওয়ে স্টেশনে, দেহে তখনো

ঢাকের শারদীয় বোল।

একটা ট্রেন এলো, চলেও গেল

পরের স্টেশনে নামতে হয় সবাইকে!

লাইট পোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা

অষ্টাদশী নারী স্বামীর বিদায়ান্তে

সিঁথির সিঁদুর জড়িয়ে ধরেছে মুখ

চোখের পাপড়িতে ঢেউ খেলছে সমুদ্দুর।

দেখলাম তার দয়ার মাধুর্য,ত্যাগের সৌন্দর্য

পেছন ফিরে তাকানোর আকুল ব্যাকুলতা।

স্বামীর অন্তরের বেদনা রয়ে গেল অন্তরে

হৃদয়ে তার বাসা বেঁধেছে বিমূঢ় উর্ণনাভ

নতুবা,তারই মতো কোনো এক দুর্গতি নাশিনী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close