নাহিদা আশরাফী

  ০১ নভেম্বর, ২০১৯

হেমন্তের কবিতা

হেমন্ত সম্বোধনে ডাকি আমি

যাবতীয় উত্তাপ বয়ে চলা পাহাড়ি ঢল

কিংবা স্রোতসুন্দর কোনো নদীর নাব্যতায়।

কেন যেন তাকেই মনে পড়ে।

ডান পাশে যার বিরহসুন্দর আর

বা’পাশে নীলকান্তমণি।

আকাশে সোনালি গ্রীবার ভাঁজ

পরিণয়সূত্র খোঁজে হরিণ হরিণী।

শিশিরের শব্দ নিয়ে কোনো এক কবি

কবে যেন লিখেছিল নীরবতার গান।

সন্ধের আলোর গায়ে মাখামাখি থাকে

অঘ্রাত শীতের শিরশিরে অভিমান।

বিপরীত বাতাসের পিঠে ধানের আঁচড়

শস্যসাগর পেয়ে ডুবসাঁতারে নামি।

সন্তানসম্ভবা সব নারীকেই সেই থেকে

হেমন্ত সম্বোধনে ডাকি আমি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close