নিও হ্যাপি চাকমা

  ১৮ জানুয়ারি, ২০১৯

পথ

জ্বালামুখে সর্প নেচে

নিভেছিল শেষ অগ্নিটুকু।

ভস্মীভূত ছাই উড়ছিল এপাড়ায় ওপাড়ায়,

আমি তখন দুধে তুলসী-চন্দন মেশাই

একটি শুদ্ধস্নানের জন্য।

জরায়ুর যাতনায় কুকড়ে ওঠে তলপেট

অথচ বুকে আকাক্সক্ষার স্ফুলিঙ্গ

মস্তিষ্ক এবং হৃৎপিন্ডের লিংকরোডে লাল সিগনাল।

ঘূর্ণনে সেকেন্ডের অনিয়ম

পাল্টে দিতে পারে পথ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close