নিজস্ব প্রতিবেদক

  ২৯ মার্চ, ২০২৪

জাতীয় স্মৃতিসৌধে ডেমোক্রেটিক পার্টির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে ২৬ মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ডেমোক্রেটিক পার্টি ও ১০ দলীয় গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ। ওইদিন সকালে আশিক বিল্লাহর নেতৃত্বে ডেমোক্রেটিক পার্টির সর্বস্তরের নেতাকর্মী জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এস এম আশিক বিল্লা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে তৎকালীন সাড়ে ৭ কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করেন। আমরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বহু দূর এগিয়ে নিয়েছেন। তার প্রতি সংগ্রামী অভিনন্দন জানাই। পাশাপাশি আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে ডেমোক্রেটিক পর্টি। চলমান রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আশিক বিল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close