প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ মার্চ, ২০২৪

পুলিশ কনস্টেবলকে পিষে মারল ট্রাক

সড়কে আরো তিনজনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে হৃদয় রায় নামে পুলিশের এক কনস্টেবলকে পিষে মেরেছে একটি ট্রাক। ৯৯৯ খবর পেয়ে পুলিশ এসে তাকে শনাক্ত করে। এ ছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রাকের পেছনে মিনি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে কার্ভাডভ্যান চালক ও গাড়ির মালিক নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামুখী লেনে নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবদুর রহিম (৪৭) ও মাসুম বিল্ল্যাহ (৪২)। আবদুর রহিম কাভার্ডভ্যান চালক। তিনি পাবনা জেলার ঈশ্বরদী থানার বাবুছড়া গ্রামের মো. আজহার আলী মিজানের ছেলে। গাড়ির মালিক মাসুম বিল্ল্যাহ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার হালুয়া গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হৃদয় রায় (২৭) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়ক চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হৃদয় রায় নামে ওই পুলিশ সদস্য কানে হেডফোন লাগিয়ে মোটরসাইকেলযোগে ফুলবাড়ী থেকে পার্বতীপুরে আসছিলেন। পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়া উঁচু ব্রিজের কাছে পৌঁছালে ট্রাকটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। অজ্ঞাতনামা পথচারী মরদেহটি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করে।

হৃদয় রায় দিনাজপুর পুলিশ লাইনসে কনেস্টবল (১৭৩৮) পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা হরিবাসর গ্রামের কালীরঞ্জন রায়ের ছেলে।

ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন মোটরসাইকেল চালক জহিরুল (২০)। গতকাল রবিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-হালুয়াঘাট আন্তঃমহাসড়কে ফুলপুর উপজেলার আলোকদী এলাকায় দাওয়া ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ফুলপুর উপজেলার খড়িয়াপাড়া মুন্সিবাড়ির জালাল উদ্দিনের ছেলে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী প্রাইভেট কার চাপায় কুঞ্জ বালা মৃধা (৫০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার ৮ দিন পর ঘাতক চালক লুৎফুর রহমানকে (৪২) গত শনিবার রাতে রাজনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে শমশেরনগর ফাঁড়ির পুলিশ। জব্দ করা হয়েছে প্রাইভেট কার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close