ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১০ মার্চ, ২০২৪

ফটিকছড়ির খিরাম ইউপি নির্বাচন

ভোটকেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খিরাম ইউপির ৮নং ওয়ার্ডের দক্ষিণ খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে।

ইউপি নির্বাচনে সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী জমিল হোসেন ও ফুটবল প্রতীকের প্রার্থী নুরুল হুদার কর্মী-সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মঞ্জুর আলম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চত করেছেন। জানা গেছে, কেন্দ্রটির মহিলা বুথে ‘জাল ভোট’ দেওয়া সন্দেহে ওই দুই সদস্য প্রার্থীর কর্মীরা তর্কে জড়ান। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের লক্ষ করে ইটপাটকেল ছোড়া হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা এলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার পর কেন্দ্রটি ভোটারশূন্য হয়ে পড়ে। প্রিজাইডিং কর্মকর্তা মঞ্জুর আলম বলেন, ‘কেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। যা ঘটেছে কেন্দ্রের বাইরে। এদিকে কেন্দ্রটিতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৭১৭ ভোটের মধ্যে ৪২১ ভোট পড়েছে বলে জানান এই কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close