ডোমার (নীলফামারী) প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২৪

ডোমারে পরীক্ষার আগেই নিয়োগ!

নীলফামারীর ডোমারে পরীক্ষার আগে নিয়োগ দেওয়া, ঘন কুয়াশায় সকাল ৭টায় গোপনে লিখিত পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ম্যানেজিং কমিটির সদস্য।

জানা গেছে, উপজেলার বামুনিয়া এস সি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ও সভাপতি রনজিত অধিকারী দিলিপ গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ম্যানেজিং কমিটির সদস্যকে না জানিয়েই গত ২০ জানুয়ারি গোপনে কম্পিউটার ল্যাব, অফিস সহায়ক, আয়া, ঝাড়ুদারের শূন্য পদে নিয়োগ দিয়েছেন। যার লিখিত পরীক্ষা ২৩ জানুয়ারি সকাল ৭টায় ঘন কুয়াশায় মধ্যে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ অবগত ছিলেন না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজশে ওই অবৈধ নিয়োগ প্রক্রিয়া গোপনে সম্পন্ন করেন। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজির রহমান বলেন, নিয়োগ বাতিল হলে আবারও নিয়োগ পরীক্ষা হবে। অসুবিধা নেই তো। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম জানান, কমিটির সভাপতি ও সদস্যর মধ্যে দ্বন্দ্ব থাকায় মিথ্যা অভিযোগ। নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া হলেও কোনো সমস্যা নেই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ সত্যতা স্বীকার করে বলেন, আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওইদিন আমি গোমনাতি ইউনিয়নে যাচ্ছিলাম, পথে ওখানে দাঁড়িয়ে ছিলাম। তখন জানতে পারি নাই, ওখানে নিয়োগ পরীক্ষা হচ্ছে অথচ কেউ জানে না। এখন ওই নিয়োগ বাতিল করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close