মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২৪

সিলেটে হামলা, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন হয়।

জানা গেছে, গত শুক্রবার রাত ১২টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের ৪ নম্বর বাংলাবাজার রাংপানি এলাকায় প্রাইভেট কার পুকুরের পানিতে ডুবে চার তরুণ মারা যান। দুর্ঘটনার পর শুক্রবার রাতে চারজনকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয় লোকজন। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতাল ও স্টাফ কোয়ার্টার ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় হাসপাতালের পার্কিংয়ে থাকা সরকারি জিপ গাড়িতে আগুন ও অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনাও ঘটে।

এ ঘটনায় গত শনিবার রাতে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাহউদ্দিন মিয়া মামলা করেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত নেহাল পালের বাবা রণদীপ পাল বাদী হয়ে জৈন্তাপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন। এদিকে মানববন্ধন এ উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম হোসেন, মেডিকেল অফিসার ডা. স্বরূপ পোদ্দার, ডা. মৌসুমী ইয়াসমিন ও ডা. আফসানা নাঈমা হাসান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close