নিজস্ব প্রতিবেদক

  ১৯ মার্চ, ২০২৩

মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক হওয়ার আহ্বান

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঐক্যবদ্ধ হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র নেতারা। শনিবার (১৮ মার্চ) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে মোর্চার নেতারা এই আহ্বান জানান।

মোর্চার সমন্বয়ক নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের আহ্বায়ক সন্তোষ গুপ্ত, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম।

নেতারা অভিযোগ করেন, দেশি-বিদেশি মুনাফাখোর লুটপাটকারীদের স্বার্থে নির্বাহী আদেশে দফায় দফায় বিদ্যুতে দাম বাড়ানো হচ্ছে। সরকার-বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্রগুলো বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা গচ্চা দিচ্ছে। সরকারের দুর্নীতি ও ভুলনীতির সেই দায় জনগণের কাঁধে চাপাতেই সরকার দফায় দফায় দাম বৃদ্ধি করে চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close