প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ মে, ২০২২

অশনির প্রভাবে ভারী বৃষ্টিপাত উপকূলে রবিশস্যের ক্ষয়ক্ষতির শঙ্কা

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এই ভারী বৃষ্টিপাতে রবিশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে অশনির প্রভাবে ভারী বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মুগডাল, বাদাম, তরমুজ, বোরো ধানসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যায়। গত সোমবার থেকে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণে আমতলীসহ দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়। স্বাভাবিক জোয়ারের চেয়ে অধিক উচ্চতায় পায়রাসহ ছোটবড় নদণ্ডনদীর পানি প্রবাহিত হয়।

মোংলা (বাগেরহাট) : ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। গতকাল বুধবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত প্রখর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করলেও ৯টার পর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মেঘে ঢাকা পড়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

সেই সঙ্গে শুরু হয় মেঘের গর্জন, বৃষ্টি ও বাতাস। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে মোংলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ভারী বৃষ্টিপাতে রবিশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close