বান্দরবান প্রতিনিধি

  ১২ মে, ২০২২

বান্দরবানে এলজিইডি প্রকল্প পরিদর্শনে শিজিন চেন

বাংলাদেশে সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট শিজিন চেন বান্দরবানে এলজিইডির উন্নয়ন প্রকল্পের পরিদর্শন করেন। গত মঙ্গলবার বিকালে বান্দরবান সদর উপজেলার রেইছা-গোয়ালিয়াখোলায় নির্মিত ২২০ মিটার সেতুসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এডিবি এলজিইডির মাধ্যমে দীর্ঘতম এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি ১৮ লাখ টাকা। সাঙ্গু নদীর ওপর নির্মিত এই সেতুর ফলে দুই পাড়ের ২০টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নসহ কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। উন্নয়ন সহযোগী সংস্থা এডিবির ভাইস প্রেসিডেন্ট (অপারেশন-১) শিজিন চেন এই সেতু পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সঙ্গেও কথা বলেন। ভাইস প্রেসিডেন্ট বান্দরবানে সফরকালে বিভিন্ন প্রকল্পের অর্থায়ন ও ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি আগামীতেও এডিবি বাংলাদেশের উন্নয়নে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ, প্রকল্প পরিচালক নুরুল কাদির, নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত মো. জিল্লুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close