নিজস্ব প্রতিবেদক

  ১৮ জানুয়ারি, ২০২২

৬ হাজার কোটি টাকার গ্যাস বিল বকেয়া

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকারি ও বেসরকারি খাতে ৬ হাজার ৩৬৫ কোটি টাকা গ্যাসের বিল বকেয়া আছে। ফলে সেবাধর্মী অনেক প্রকল্প গ্রহণ করা যাচ্ছে না। প্রতিমন্ত্রী গতকাল সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি পরিদর্শনকালে এ কথা বলেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, বকেয়া বিলের মধ্যে সরকারি খাতে পাওনা ৭৪৫ কোটি টাকা। বেসরকারি খাতে ৫ হাজার ৬২০ কোটি টাকা।

প্রতিমন্ত্রী বলেন, ‘কারিগরি কারণে ও এলএনজির বৈশ্বিক মূল্যবৃদ্ধির কারণে গ্যাসের চাপ কিছুটা কম বিরাজমান। গ্রাহকদের আস্থা বাড়াতে তিতাসের কার্যক্রম প্রতিনিয়ত জানাতে হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম বাড়াতে হবে।’

তিতাসের বিদ্যমান প্রকল্প আলোচনাকালে প্রতিমন্ত্রী বলেন, ‘ভবিষ্যৎকে সামনে রেখে প্রকল্প নিলে আগামী প্রজন্ম ভালো সেবা পাবে। গ্যাসের প্রেশার সর্বত্র একই রাখা নিয়েও কাজ করার সময় এসেছে।’

অবৈধ সংযোগ প্রসঙ্গে তিতাস জানায়, ২০২১ সালের নভেম্বর মাসে ২৫ কিলোমিটার, ২০২১ সালের ডিসেম্বর মাসে ২৪ দশমিক ১ কিলোমিটার এবং ২০২২ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত ১৬ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close